আপনার ওয়াইফাই কে কে চুরি করে চালাই দেখুন
আসসালামু আলাইকুম ট্রিকবিডিফ্রি এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনি কি আপনার ওয়াইফাই নিয়ে চিন্তিত, আর নয় চিন্তা, আমি আপনাদের শেখাব কিভাবে ওয়াইফাই চুরি করে চালানো বন্ধ করবেন বা কে কে চুরি করে বা হ্যাক করে চালাই সেটা যেভাবে দেখবেন সেটাই দেখাবো, ((এক ভাই কমেন্ট করেছিলো কিভাবে দেখবো আমার রাউটারে ওয়াইফাই চুরি করে বা হ্যাক করে চালাই)))) তাই তাকে মিন/উদ্দেশ্য করে আজকের পোস্ট টি করা হচ্ছে, পোস্ট টি সকলের জন্যই উপকারী হবে।।
Tenda F6 Router
প্রথমে আপনি একটি ব্রাউজারে 192.168.0.1 এটা লিখে গো/এন্টার করুন, অথবা অনেক রাউটারে 192.168.1.1 এভাবে থাকতে পারে, দুইটার ভিতরে যেইটা হয় সেইটা দিয়ে ওকে করুন, অথবা রাউটারের পিছনে দেখুন কি সব লেখা আছে,
আপনি যদি এভাবে পাসওয়ার্ড দিয়ে থাকেন তাহলে এমন আসবে এবং এডমিন পাসওয়ার্ড দিয়ে লগিন করুন। আর যদি কিছু না করেন তাহলে ডাইরেক্ট এডমিন প্যানেলে নিয়ে যাবে।
আপনার যদি TP Link Router/D Link হয় তাহলে সেখানে যদি চেঞ্জ না করেন তাহলে ডিফল্ট ভাবে User Admin Password Admin দেওয়া থাকবে (admin admin ছোট হাতের অক্ষর হতে পারে) উপরের ঘরের A টা বড় হাতের হতে পারে এভাবে ট্রাই করে User Admin Login admin এটা দিয়ে লগিন করবেন। আর টেনডা রাউটারে ডিফল্ট কোনো পাসওয়ার্ড থাকে না।আপনার যেই রাউটার ই হোক না কেনো সেটা রাউটার এর ইউসার ম্যানুলাল ও রাউটারের পাচায় লেখা থাকে।
ব্যাথউইথ এ ক্লিক করলেই দেখতে পারবেন কে কে চুরি করে চালাই বা হ্যাক করে চালাই ফোনের নাম দেখাবো কয়টা ফোন/ডিভাইজ তাও দেখাবে।
নিচে ব্লক লিস্ট দেখাবে কয়জন কে ব্লক করা আছে।কিভাবে ব্লক করবেন সেটা দেখুন