K8 Wireless Microphone Review

K8 ওয়্যারলেস মাইক্রোফোন (টাইপ c) - মাইক্রোফোন

জনপ্রিয় K8 মাইক্রোফোন রিভিউ 

আস সালামু আলাইকুম ট্রিকবিডিফ্রি.কম এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন, আজকে আমি আপনাদের সাথে আলোচনা করবো জনপ্রিয় একটি মাইক্রোফোন নিয়ে K8 এটি আপনার পছন্দ হতে পারে, কম দামে ভালো মানের মাইক্রোফোন যারা কিনতে চান তাদের জন্য আজকের পোস্ট টি খুবই উপকারী হবে।


অনেকের মোবাইলে ভালো করে ভয়েজ রেকর্ড হয়না তাই তাদের আলাদা করে মাইক্রোফোন কিনতে হয়।যারা কন্টেন্ট ক্রিয়েট এর কাজ করেন তাদের তো ভালো মানের ভয়েজ কোয়ালিটি দরকার পরে তাই তাদের প্রয়োজন হয় ভালো মানের মাইক্রোফোন কিন্তু বাজেট কম থাকার কারনে কিনতে পারেন না কারন সেগুলোর দাম অনেক বেশি। আমি আপনাদের K8 wireless বা তারবিহীন ব্লুটুথ মাইক্রোফোন নিয়ে আলোচনা করবো এই মডেল  দাম কত এবং কোথায় পাবেন।কেমন ভালো নাকী খারাপ।তো চলুন আলোচনা শুরু করি।


K8 Wireless Microphone

Product Name:  K8 Wireless Microphone (Type c) - Microphone
K8 Wireless Microphone (Type c) - Microphone  The K8 Wireless Microphone ensures professional-grade sound quality with noise cancellation for uninterrupted recordings.  Designed for devices with Type-C ports, making it versatile and user-friendly.  Enjoy seamless connectivity with a stable wireless range for hassle-free use.  No complex setup required—just connect and start recording instantly.  What’s in the box K8 ওয়্যারলেস মাইক্রোফোন (টাইপ c) - মাইক্রোফোন Features Brand : No Brand SKU : 496816599_BD-2396788249

আপনার বাজেট যদি হয় ২০০-৩০০ টাকা তাহলে আপনি K8 Wireless Microphone কিনতে পারেন। দাম হিসেবে এটি মোটামুটি ভালো বলা যায়।এটিতে হালকা নয়েজ আশে, তবে এটির আরো রিভিউ দেখতে ইউটিউব দেখতে পারেন। 


K8 তারবিহীন ব্লুটুথ মাইক্রোফোন এর দাম কত?


এটির দাম ২০০-৩০০ টাকার মধ্যেই পেয়ে যাবেন দারাজ থেকে।

Product Price:  ৳477
Discount Price:  ৳235

কেএইট মাইক্রোফোনে সকল ফোনে সার্পোট করবে না, যাদের ফোনে টাইপ সি  (Type C) পোর্ট আছে তাদের ফোনেই কেবল সাপোর্ট করবে। Type B পোর্টে হবে না।
Microphone K8 এর বিস্তারিত রিভিউ দেখতে বর্তমান দাম দেখতে বা কিনতে চাইলে বাই নাও বাটনে ক্লিক করুন।দাম সব সময় এক থাকে না অফার চলাকালীন দাম কম বেশি হতে পারে।

কিছু কম দামে কেনার লিংক দেওয়া হলো


গুরুত্বপূর্ণ কথা কেনার সময় বা অর্ডার করার আগে কমেন্ট গুলো দেখে নিবেন অনেক সময় দারাজে খারাপ জিনিস দেয়, আপনি কমেন্ট গুলো দেখলেই বুঝতে পারবেন জিনিসটা ভালো নাকী খারাপ।


আজকের পোস্ট এই পর্যন্ত পোস্টে কোথায় ভুল হলে ক্ষমা করবেন, আপনি কি ধরনের তথ্য জানতে চান অবশ্যই আমাদের জানাবেন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url