Tenda Router Speed Limit Method With Tenda F6
Tenda Router Speed Limit Method With Tenda F6
আসসালামু আলাইকুম। আজকে আপনাদের শিখাবো কিভাবে টেন্ডা রাউটারে ইন্টারনেট স্পিড লিমিট করবেন।ধরের আপনার ওয়াইফাই নিয়েছেন ৭জন এখন মনে করে করেন ৭ জনের ভিতর ৩ জন ওয়াইফাই বিল কম দেয় তাই চাচ্ছেন যে ওই ৩জনের নেট যেনো একটু স্লো চলে। অথবা যেকোনো কারন বশোতো আপনি চাচ্ছেন যে স্পিড লিমিট করবেন।তাই Tenda Router Speed Limit Method আপনার দরকার।কিভাবে কি করবেন চলুন শুরু করি।
সর্বপ্রথম আপনি যেকোনো একটি ব্রাউজারে প্রবেশ করুন আমি গুগল ক্রোম ব্রাউজার দিয়ে দেখাচ্ছি এরপর 192.168.0.1 দিয়ে ইন্টার করুন তারপর এডমিন পাসওয়ার্ড দেওয়া থাকলে এডমিন পাসওয়ার্ড দিয়ে লগিন করুন আর যদি এডমিন পাসওয়ার্ড দেওয়া না থাকে সরাসরি এডমিনে চলে জাবে যাইহোক আপনি যেভাবে হোক আপনার রাউটার এর এডমিন প্যানেলে প্রবেশ করুন।