কম্পিউটার চালু করার সময় ফ্যান বার বার অটো চালু ও বন্ধ হলে তার সমাধান!
কম্পিউটার চালু করার সময় ফ্যান অটো বার বার চালু ও বন্ধ হয় মনিটর আশে না!১০০% কার্যকারি সমাধান!!
আসসালামু আলাইকুম ট্রিকবিডিফ্রি পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি আপনাদের সাথে আলোচনা কম্পিউটার চালু করার সময় কম্পিউটারের ফ্যান অটোমেটিক বন্ধ ও চালু হয় এবং কম্পিউটার চালু হয় না বা মনিটর আশে না তাহলে কিভাবে সমাধান করবেন।
সমস্যা:
- কম্পিউটারের Ram র্যামে সমস্যা হতে পারে।
- কম্পিউটারের কোনো একটি তার ছিরে যেতে পারে যেমন মাউস অথবা কিবোর্ড বা সাউন্ড বক্স ইত্যাদি।
- বৈদ্যুতিক সমস্যা ভোল্টেজ আপ ডাউন।
সমাধান:
- প্রথমে আপনার কম্পিউটারের র্যাম খুলে ভালো করে পরিস্কার করে লাগান।
- পিসিতে চেক করুন কোনো তার ইঁদুরে কেটে ফেলেছে নাকী যেমন কিবোর্ড, মাউস, সাউন্ড বক্সে, প্রিন্টার ইত্যাদি যদি কেটে ফেলে দুই তিনটা তার নেগেটিভ প্রজেটিভ এক হয়ে যেতে পারে, এক হয়ে গেলে আলাদা করে টেপ দিয়ে লাগান।
- যদি কম দামি তার দিয়ে লাইন করা থাকে তাহলে তার চেঞ্জ করে ভালো তার লাগান আর লাইন করবেন ডাইরেক্ট মেইন সুইচ থেকে।
আশা করি উপরের তিনটা কাজেই সমাধান হবে। আপনার কম্পিউটারের সমস্যা সমাধান ১ নাম্বারে কাজ না হলে ২ নাম্বার করুন আর ২ নাম্বারে কাজ না হলে ৩ নাম্বার করুন। ইনশাআল্লাহ কম্পিউটারের চালু করার সময় ফ্যান অটোমেটিক বন্ধ ও চালু হওয়া ঠিক হবে যাবে।
যদি উপরোক্ত কাজ গুলো করে সমাধান না পান তাহলে ভালো কোনো টেকনিশিয়ান কে দেখান। অথবা আমাদের জানাতে পারেন যেকোনো সমস্যা আমরা আপনার মন্তব্য কৃত সমস্যা গুরুত্বের সাথে সমাধান করার চেষ্টা করবো।
পোস্টে কোথাও ভুল হলে ক্ষমা করবেন সকল প্রকার টিপস এবং ট্রিক পেতে আমাদের ওয়েবসাইট ট্রিকবিডিফ্রি এর সাথেই থাকুন আল্লাহ হাফেজ।