Itel S23 কেনার আগে দেখুন রিভিউ
আসসালামু আলাইকুম ট্রিকবিডিফ্রি.কম এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন, আজকে আমি আপনাদের সাথে আলোচনা করবো আইটেল এস২৩ নিয়ে।
আইটেল S23 কেনার আগে পোস্ট টি ভালো করে পড়ুন, আপনি যদি অল্প বাজেটে আইটেল ফোন ১০/১২ হাজার টাকার মধ্যে আইটেল ফোন কিনতে চান আর যদি মডেল টা হয় আইটেল S23 তাহলে পোস্ট টি আপনার জন্য, আইটেল এসটুয়েন্টিথ্রিতে কিছু সাধারন সমস্যা আমি দেখতে পেয়েছি সেগুলো একে একে আপনাদের সাথে আলোচনা করছি।এবং এই ফোনের কিছু ভালো দিকও আছে তা বিস্তারিত আলোচনা করা হলো।
আইটেল S23 ফোনের সমস্যা
1.Camera ফোনটির সামনে রয়েছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা তবে আপনি এই কেমেরা দিয়ে রোদের ভিতর ছবি তুললে পুরো কালো ভুত বানিয়ে দিবে।তবে কারেন্টের বলের সামনে দিয়ে তুলনে ছবি ভালো হবে, তবে আমার মনে হয় সামনের কেমেরা পুরাই বাজে ১ মেগাপিক্সেল এর কাজ ও করে না।
2.Fingerprints ফোনটিতে সাইটে পাওয়ার বাটনের সাথে ফিংগার পিন্টবাটন রয়েছে, তবে সময় সময় ফিংগার পিন্ট কাজ নাও করতে পারে, তবে ফোন বন্ধ করে চালু করলে ঠিক হয়ে যাবে।
3.Microphone ফোনটির মাইক্রোফোন তেমন ভালো না, আপনি ১ হাত দুরের ভয়েজ রেকর্ড করতে পারবে না একদম আস্তে হবে ৫ হাত গেলে তো কথা নাই, আপনি সর্বচ্চ ২ হাত দুরে রেকর্ড করতে পারবে । ফোন মুখের ভিতর আনা লাগবে।
4.নেটওয়ার্ক Network আপনার এলাকার যদি নেটওয়ার্ক কম পায় তাহলে ফোনের কভার বা ব্যাকপাট ব্যবহার করতে পারবেন না, নেটওয়ার্ক সিগনাল কিছুটা কম পাবে বা পাবেই না।তবে ফোন কেনার সময় যেইটা সাদা ব্যাকপাট দেয় সেটাতে নেটওয়ার্ক সিগনাল পাবে।তবে বলা যায় হালকা নেটওয়ার্ক সিগনাল সমস্যা করে, মাঝে মাঝে নেটওয়ার্ক সিগনাল হ্যাং করে অনলে টাওয়ার সো করে কিন্তু কোনো নেটওয়ার্ক সেবা পাওয়া যায় না। তবে যেখানে টাওয়ার ভালো পায় সেখানে এমন সমস্যা হবে না।
5.রোদের মধ্যে ফুল আলো দিয়ে Free Fire গেম খেলতে হবে, বেশি রোদ হলে ভালো দেখা জাবে না, এতে আপনি এনিমি/শত্রুর খুজে পেতে কষ্ট হতে পারে।
এছাড়া আরো অনেক সমস্যা থাকতে পারে আপনি ইউটিউবে সার্চ করে দেখতে পারেন, সেখানে কমেন্টে গুলো চেক করলেই সমস্যা গুলো দেখতে পারবেন।
উপরের সমস্যা গুলো আমি আমার Itel s23 ফোনে পেয়েছি
Itel S23 ফোনের কিছু ভালো দিক
1.বেটারি ব্যাকাপ তুলনা মুলক ভালো ৫০০০ mAh Battery ফুল চার্জ করে ফুরাতে ৭-৮ ঘন্টার বেশি সময় ধরে চালনা যাই। তবে ফ্রি ফায়ার FreeFire game খেললে চার্জ বেশি খায় তাও আপনি ৫ ঘন্টা গেম খেলতে পারবেন। (((মোবাইল নেট+ডিসপ্লে ফুল আলো+FreeFire+Full Charge=4 Hours)))ওয়াইফাই দিয়ে গেম খেললে চার্জ কম খাবে।
2.Ram (8 GB Orginal রেম পাবেন+ 8GB Virtual Ram টোটাল রেম হবে ১৬ জিবি )
3.Rom (ফোন মেমরি থাকবে (১২৮/২৫৬ জিবি)
4.ফোনটি তেমন কোনো হ্যাং বা ল্যাং করে না।
5.মোটামুটি গেম খেলার জন্য ভালো তেমন ল্যাগ করে না।
৬. Type C Port Charger চার্জ হবে সময় লাগে ২। মিনিটে ১.৫ পার্সেন্ট,৪ মিনিটে ৩% বা ৬০ মিনিটে ৪০/৫০% ফুল ০-১০০ হতে সময় লাগে দুই থেকে আড়াই ঘন্টা, (10 Word ১০ ওয়ার্ড চার্জার Charger)
৭.ফোনটির অনেকগুলো ফাংসন ফিচার রয়েছে যা খুবই উপকারী,বিস্তারিত জানতে চাইলে জানাবেন।অথবা ইউটিউবে দেখতে পারেন।
৮.ফোনটির সাদা ইয়ারফোন/হেডফোনটি খুবই ভালো
আইটেল এসটুয়েন্টি থ্রি এর বর্তমান বাজার মুল্য ২০২৫ আগষ্ট, আইটেল এস২৩ এর দাম কত?
- Itel S23 Prize 8/128 = 10490 Tk
-
- Itel S23 Prize 8/256=11990 TK
-
- Itel S23 Prize 4/128=9490 Tk
Itel S23 Price in Bangladesh 2023, Full Specs & Review
- Ram:-8GB/Upto 8
- Rom:-128/256GB
- Model:-S23
- Brand:-Itel
- Display Size:6.6″ IPS LCD
- Resolution:-720x1612 Pixel
- Network :-2G/3G/4G
- Opareting Sistem:-Android Version 12
- Camera:-Back 50 Mega Pixel Selfie 8 Mega Pixel
- Battary:-5000 mAh Li-Po None Removal
- Processor:-Unisoc T606
- CPU:-Octa core (1.6 GHz, Dual core, Cortex A75 + 1.6 GHz, Hexa Core, Cortex A55)
- GPU:- Mali G57
- WiFi:-Band 2.4 Mhz 5.0 Mhz
- Bluetooth:-5.0
- Charger Type C 10W
- Charging Time:-2.30 hours with 10W Chng
দাম ১০ হাজার ৪শ নব্বই টাকা ৮/১২৮ জিবি
সর্বশেষ পোস্টে কোথায় ভুল হলে ক্ষমা করবেন এবং আমাদের জানাবেন, এমন সব ইন্টারেস্টিং টিপস এবং ট্রিক পেতে আমাদের ওয়েবসাইট Trickbdfree.com এর সাথেই থাকুন ধন্যবাদ।
- Ram:-8GB/Upto 8
- Rom:-128/256GB
- Model:-S23
- Brand:-Itel
- Display Size:6.6″ IPS LCD
- Resolution:-720x1612 Pixel
- Network :-2G/3G/4G
- Opareting Sistem:-Android Version 12
- Camera:-Back 50 Mega Pixel Selfie 8 Mega Pixel
- Battary:-5000 mAh Li-Po None Removal
- Processor:-Unisoc T606
- CPU:-Octa core (1.6 GHz, Dual core, Cortex A75 + 1.6 GHz, Hexa Core, Cortex A55)
- GPU:- Mali G57
- WiFi:-Band 2.4 Mhz 5.0 Mhz
- Bluetooth:-5.0
- Charger Type C 10W
- Charging Time:-2.30 hours with 10W Chng