টাইলসের দাম কত ২০২৪? সকল টাইলসের দাম জানুন!

সকল টাইলসের দাম কত Tiles Prize in Bangladesh টাইচ টালি

আসসালামু আলাইকুম ট্রিকবিডিফ্রি.কম এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি আপনাদের সাথে আলোচনা করবো টাইলসের দাম কত?


আমরা ঘরবাড়ি সোন্দর্য বৃদ্ধি করার জন্য বাড়িতে  বিভিন্ন ধরনের টাইলস লাগিয়ে থাকি।অনেকের মনে পশ্ন থাকে টাইলসের দাম নিয়ে।বিশেষ করে আমরা যারা নতুন বিল্ডিং নির্মান করি পুরো বাড়িতে টাইলস লাগানোর কথা ভাবি তখনি চিন্তা আশে টাইলসের দাম কত এটা নিয়ে ভাবতে থাকি।তাই আজকের এই পোস্টের মাধ্যমে আলোচনা করবো টাইলসের দাম কত বর্তমান বাজার অনুযায়ী।


টাইলসের দাম কত ২০২৪

টাইলসের দাম নির্ভর করে টাইলসের সাইজ,ডিজাইন ও কোয়ালিটির উপর আপনি যত ছোট টাইলস নিবেন দাম তত কম হবে যেমন 8x12 ওয়াল টাইলস ৩৬-৪৫ টাকা বর্গফুট। আবার 12x24 ওয়াল টাইলস ৮০-১০০ টাকা বর্গফুট। আপনি টাইলস যত বড় নিবেন দাম তত বেশি হবে এছাড়া গ্রেড এর কারনে দাম কম বেশি হবে। বর্তমানে বাজারে টাইলস তিন গ্রেডে পাওয়া যায়।

যথা.

1.A Grade এ গ্রেড
2.B Grade বি গ্রেড
3.C Grade সি গ্রেড

সবচেয়ে ভালো টাইলস হলো A Grade টাইলস এগুলো অনেক শক্ত ও মজবুত হয়।টাইলসের প্রিন্টিং ঝকঝকে চকচকে কোনো ধরনের স্পট বা দাগ থাকে না তাই এই এ গ্রেড টাইলসের দাম সবচেয়ে বেশি হয়।


বি গ্রেড টাইলস এ গ্রেড টাইলসের চেয়ে সামান্য পরিমানে একটু নরমাল হয় তবে বি গ্রেট টাইলসের    প্রিন্টিং ঝকঝকে চকচকে হয় প্রায় A Grade টাইলসের মত বুঝার কোনো কায়দা নাই A Grade নাকী B Grade টাইলস। প্রায় সকল মানুষ B Grade টাইলস দিয়ে কাজ করে থাকে।


সি গ্রেড টাইলসের দাম সবচেয়ে কম C Grade টাইলস একটু নরম হয় থাকে থেকে পড়ে গেলে ভেংগে যায় আর A,B গ্রেড টাইলস হাতে থেকে পড়ে গেলে সহজে ভেঙ্গে যায় না।আবার কিছু কিছু কোম্পানি আছে তাদের C গ্রেড টাইলস A Grade থেকেও উন্নত মনে হয়। তাই টাইলস দেখে সুনে বুঝে কেনা উচিত।অনেক ভালো ভালো টাইলস কোম্পানি আছে যাদের সি গ্রেড টাইলস অনেক ভালো।


আকিজ টাইলসের দাম কত?

  • 8x12 ওয়াল টাইলস ৩৮-৪০ টাকা বর্গফুট।
  • 12x20 ওয়াল টাইলস ৭০-৭৫ টাকা বর্গফুট।
  • 12x24  A Grade পাথরের টাইলস ৯৮-১০৫ টাকা স্কয়ারফিট এটি ওয়াল এবং ফ্লোর দুই জায়গা ব্যবহার করা যায়।
  • 12x24 ওয়াল টাইলস রান্নাঘর ৮০-৮৫ টাকা বর্গফুট।
  • 16x16 ফ্লোর টাইলস ৭০-৭৫ টাকা বর্গফুট।
  • 24x24 ফ্লোর টাইলস ৯৫-১০০ টাকা বর্গফুট।
  • 24x24 ফ্লোর টাইলস ডবল লেয়ার ১২০-১২৫ টাকা বর্গফুট।
  • 32x32 ফ্লোর টাইলস ১৩০-১৩৫ টাকা বর্গফুট।
  • 24x48 ফ্লোর টাইলস ২০০-২২০ টাকা বর্গফুট।
  • আকিজ পার্কিং টাইলস সুগার গ্লেস ১০০-১০৫ টাকা বর্গফুট।

ডিবিএল টাইলসের দাম কত? DBL Tiles Prize in Bangladesh?

  • 8x12 ওয়াল টাইলস ৩৮-৪০ টাকা বর্গফুট।
  • 12x24 ওয়াল টাইলস ৮৫-১০০ টাকা বর্গফুট।
  • 24x24 ফ্লোর টাইলস ১০৫-১১৫ টাকা বর্গফুট।
  • 24x24  ফ্লোর Glesy Tiles ৯৫-১০৫ টাকা বর্গফুট।

ফ্রেস টাইলসের দাম কত? Fresh Tiles Prize in Bangladesh? Megna Group

  • 12x24 ওয়াল টাইলস ৭৫-৮৫ টাকা বর্গফুট।
  • 24x24 ফ্লোর টাইলস ৯২-১০০ টাকা বর্গফুট।
  • 24x24 ডবল লেয়ার ১২০-১৩০ টাকা বর্গফুট।

ফু-ওয়াং টাইলসের দাম কত? Fuwang Tiles Prize in Bangladesh 

  • 8x12 ওয়াল টাইলস ৩৬-৩৮ টাকা বর্গফুট।
  • 10x16 ওয়াল টাইলস  ৪৫-৫০ টাকা বর্গফুট
  •  16x16 ফ্লোর টাইলস ৫২-৫৫ টাকা বর্গফুট।

চায়না-বাংলা টাইলসের দাম কত? China Bangla CBC? CBC Tiles Prize in Bangladesh

  • 8x12 ওয়াল টাইলস ৩৮-৪০ টাকা বর্গফুট।
  • 10x16 ফ্লোর টাইলস ৫০-৫৫ টাকা বর্গফুট।
  • 12x18 ওয়াল টাইলস ৬০-৬৫ টাকা বর্গফুট।
  • 12x24  ওয়াল টাইলস ৮০-৮৫ টাকা বর্গফুট।
  • 16x16 ফ্লোর টাইলস  ৫৮-৬৫ টাকা বর্গফুট।
  • 16x16 ফ্লোর Mirror Polish পাথর ৬৫-৭৫ টাকা বর্গফুট 

আর.এ.কে টাইলসের দাম কত?RAK Tiles Prize in Bangladesh

  • 8x12 ওয়াল টাইলস ৩৮-৪৫
  • 12x24 ডেকো ডিজাইন ওয়াল টাইলস ৮০-১০০ টাকা বর্গফুট।
  • 24x48 ফ্লোর এ গ্রেড Mirror Polish ফুল পাথর বডি ১৯০-১৯৫ টাকা বর্গফুট।
  • 24x48 ফ্লোর নরমাল টাইলস ১৮০-১৮৫ টাকা বর্গফুট।
  • 24x48 ফ্লোর ডবল লেয়ার ২০০-২১০ টাকা বর্গফুট।

মীর টাইলসের দাম কত? Tiles Prize in Bangladesh

  • 12x24 সিঁড়ি টাইলস ৮৫-৯৫ টাকা বর্গফুট।
  • Plain Riger Tiles 
  • 12x24 সিঁড়ি Plain রাইজার টাইলস  ৮৫-৯২ টাকা বর্গফুট।

3D ডিজাইন টাইলস দাম কত? সিনারি টাইলসের দাম কত?

  • 24x24 3D টাইলস সিনারি 6-12 পিস এক সেট ৫০০০-১০০০০ টাকা 
  • 24x24 3D আধুনিক ডবল লেয়ার চাইনা সিনারি টাইলস এক সেট ৬-১২ পিস ১০০০০-১০০০০০+ টাকা

জায়নামাজ টাইলসের দাম কত?মসজিদের টাইলসের দাম কত? 

  • 24x24 ফ্লোর জায়নামাজ টাইলস ৯৫-১০৫ টাকা বর্গফুট।
  • 24x48 ফ্লোর জায়নামাজ টাইলস ২০০-২২০ টাকা  বর্গফুট।

মসজিদের মিনার টাইলসের দাম কত?

  • 8x12 টাইলস এক সেট ২৪-২৭ পিস ৫০০০-১০০০০+ টাকা।

রুফ টাইলসের দাম কত? 

চায়না থেকে আমদানি করা রুফ টাইলসের দাম বর্তমানে

  • 8x8 ছাদের রুফ টাইলসের দাম প্রতি ১ পিস ৩০-৫০ টাকা। 
  • 9x9 ছাদের রুফ টাইলসের দাম প্রতি ১ পিস ৩৫-৯০ টাকা
  • 12x16 ছাদের রুফ টাইলসের দাম প্রতি ১পিস ১৪০-২০০ টাকা

মারবেল টাইলসের দাম কত? 

মারবেল পাথর দিয়ে মারবেল টাইলস তৈরি করা হয়।মারবেল টাইলস শক্ত ও মজবুত তাই মারবেল টাইলসের দাম অনেক বেশি ২০০-৪০০+ টাকা বর্গফুট।

পার্কিং টাইলসের দাম কত?

পার্কিং টাইলসের দাম সর্বনিম্ম ১ পিস ২৫ টাকা থেকে শুরু আপনি যত ভালো মানের পার্কিং টাইলস নিবেন দাম ততই বৃদ্ধি পাবে।

অন্যান্য টাইলের দাম কত?

অন্যান্য কোম্পানির টাইলসের দাম পরে এখানে৷ পোস্ট আবডেট করে জানানো হবে। 
যে সকল টাইলসের দাম এই পোস্টে নেই সেগুলো আমাদের কমেন্ট করে জানাবেন, আমরা এই পোস্ট আবডেই করে সেই টাইলসের দাম জানিয়ে দেবো।


পোস্টে কোথায় ভুল হলে আমাদের কমেন্ট করে জানাবেন।আর যেই টাইলসের দাম বাদ গেছে সেগুলো পরে আবডেট করে দেওয়া হবে।

সর্বশেষ কথাঃ টাইলসের দাম সব সময় এক থাকে না সামান্য কম বেশি হয়।এখন যেহেতু সব জিনিসপত্রের দাম বেশি তাই দাম কিছুটা কম বেশি হতে পারে। তাই টাইলস কেনার জন্য অবশ্যই দেখে শুনে অন্তত ৫-১০টি দোকান যাচাই করে টাইলস কেনা উচিত।


এই রকম আরো নানা রকম টিউটোরিয়াল পেতে আমাদের ওয়েবসাইট ট্রিকবিডিফ্রি.কম এর সাথেই থাকুন আল্লাহ হাফেজ।
Previous Post
No Comment
Add Comment
comment url