কেয়ামতের আলামত কত প্রকার কি কি? What are the signs of doomsday?
যখন দুনিয়াতে আল্লাহর নাম নেওয়ার মতো একটি ও লোক থাকবে না তখন কিয়ামত সংঘটিত হবে। আমরা সকলেই জানি।তবে এর আগে অনেক আলামত প্রকাশ হবে।আমরা আস্তে আস্তে কিয়ামত সম্পর্কে সব কিছু জানবো। আজকে আমরা জানবো কিয়ামত এর আলামত কত প্রকার।
কেয়ামতের আলামত সমূহ দু-ভাগে বিভক্তঃ
প্ৰথম ভাগঃ ক্ষুদ্রতম আলামত।
এটা আবার দুই প্রকারঃ
(ক) দূরবর্তী আলামত।
অর্থাৎ যে সকল আলামত প্রকাশ হয়ে অতিবাহিত হয়ে গেছে। কেয়ামত থেকে বহু দূরে হওয়ার দরুন এগুলো ছোট নিদর্শনের অন্তর্ভুক্ত। যেমন,
•শেষ-নবী হযরত মুহাম্মদ সা.এর আবির্ভাব।
•চন্দ্র বিদারণ ঘটনা।
• মদিনায় বিশাল অগ্নিকৃত প্রকাশ.. ইত্যাদি।
(খ) মধ্যবর্তী আলামত।
অর্থাৎ যেগুলো প্রকাশ হয়েছে এবং শেষ না হয়ে দিনদিন আরো বৃদ্ধি পাচ্ছে। এর সংখ্যা অনেক। এগুলো-ও ক্ষুদ্রতম আলামতের অন্তর্ভুক্ত।যেমন,
• দাসীর গর্ত থেকে মনিবের জন্ম।
• ঘরবাড়ী (বিল্ডিং) সুউচ্চ করতে আরবদের প্রতিযোগিতা।
• প্রায় ত্রিশ জনের মত মিথ্যা নবুওয়ত দাবীকারী-র আত্মপ্রকাশ.. ইত্যাদি।
দ্বিতীয় ভাগঃ বৃহত্তম আলামত
অর্থাৎ যেগুলো ধারাবাহিক প্রকাশ হলে পরক্ষণে-ই কেয়ামত সংঘটিত হয়ে যাবে। এর সংখ্যা প্রায় দশটি।
Leave a Comment