ভালো টাইলস মিস্ত্রি কোথায় পাবো?Where to find a good tiler?
আপনি কি ভালো মানের টাইচ মিস্ত্রি খুজছেন।অথবা টাইচের কন্টাক্টার খুজছেন। তাহলে এই পোস্ট টি আপনার জন্য।
ঢাকাই কোথাই টাইচ মিস্ত্রি পাবো?
ঢাকা হাতিরপুল এলাকায় টাইচ মিস্ত্রি পেয়ে যাবেন।এক কথাই যেখানে টাইচের মার্কেট ঠিক সেখানেই টাইচ মিস্তিরি পেয়ে জাবেন। মিস্তিরির হাট সকালে বসে তাই সকালে যেতে হবে। (Somoy TV+Bijoy TV) বিজয় টিভি, সময় টিভির কাছেই।টাইচের দোকানে খোজ করলেও পেয়ে জাবেন।
ঢাকার বাইরে কোথায় টাইলস মিস্ত্রি পাবো?
যেই দোকান থেকে টাইচ কিনবেন সেই আপনাকে মিস্তিরি অথবা কনটাক্টার এর নাম্বার দিয়ে দিবে। অথবা দোকানদার নিজের আপনার কাজের কনটাক্ট নিবে।
বাংলাদেশের কোন এলাকার টাইচ মিস্ত্রি সেরা?
বাংলাদেশের কুষ্টিয়ার টাইলস মিস্ত্রি সেরা।
এখন প্রশ্ন হলো কুষ্টিয়ার মিস্তিরি পাবো কিভাবে? রাজধানী ঢাকার হাতিরপুল টাইচ মিস্তিরির মহল্লাতে যোগাযোগ করবেন পেয়ে যাবেন।
টাইচ মিস্তিরির মহল্লা কী?
বর্তমানে ঢাকার হাতিরপুলে অবস্থিত একটি পাড়া বা মহল্লা যেখানে, সকল প্রকার মিস্তিরি বাসা ভারাই থাকে।
বর্তমান ঠিকাকা বীর উত্তম সি.আর দত্ত রোড হাতিরপুল ঢাকা (Somoy TV) সময় টিভির পাশে। ইস্টান প্লাজা শপিং মল থেকে আনুমানিক ২০০মিটার পশ্চিমে। মোতালেব প্লাজা শমিং মল থেকে ৪০০ মিটার পশ্চিমে।কাওরান বাজার থেকে আনুমানিক ৫ টাকা ভারা।বাংলামটর থেকে ৩০০ মিটার দক্ষিণ পাশে।
কুষ্টিয়ার সেরা টাইলস মিস্ত্রির মোবাইল নাম্বার!
কিছু কুষ্টিয়ার সেরা ১নাম্বার মিস্তিরির ফোন নাম্বার দেওয়া হলো যারা সারা বাংলাদেশে কাজ করে থাকে।
1.টাইচ মিস্তিরি আবুল কালাম আজাদ কুষ্টিয়া ফোন নাম্বার +8801739742281 কাজের অভিজ্ঞতা ২৫+ বছর।
2.টাইচ মিস্তিরি বাবুল হোসেন কুষ্টিয়া মোবাইল নাম্বার +880 1712-718951কাজের অভিজ্ঞতা ৩০ বছর।
কেনো কুষ্টিয়ার মিস্তিরি দিয়ে কাজ করবো?
কুষ্টিয়ার মিস্তিরি দিয়ে আপনি কাজ করালে আপনার খরচ কম হবে।এবং কুষ্টিয়ার মিস্তিরিদের হাতের কাজ খুবই ভালো এবং পরিস্কার।অন্যন্য এলাকার মিস্তিরি ভালো তবে আপনাকে খুজে নিতে হবে, কোন মিস্তিরি ভালো কাজ করে।
আরো নাম্বার লাগলে জানাতে পারেন দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
কোনো প্রকার ভুল ক্রুটি হলে ক্ষমা করবেন আল্লাহ হাফেজ।
Leave a Comment