চর্যাপদ কি?(charyapada)

 চর্যাপদ কি?(What is charyapada?)

চর্যাপদ কী


বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম শাখা হলো কাব্য।চর্যাপদ বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম নিদর্শন।চর্যাপদ বাংলা ভাষার প্রথম কাব্য বা কবিতা সংকলন।চর্যাপদের কবিতাগুলো গাওয়া হতো;তাই এগুলো একইসাথে গান ও কবিতা।এটি বাংলা সাহিত্যের প্রাচীনযুগের একমাত্র লিখিত নিদর্শন।

চর্যাপদের ভাষা কি?(what is language of charyapaba?)

চর্যাপদের শব্দগুলো,অপরিচিত শব্দ ব্যবহারের রীতি বর্তমানে রীতি থেকে ভিন্ন।তাই এই কবিতাগুলো একটু পড়তেও বুঝতে কষ্ট হয়।এর ভাষাকে সন্ধ্যা ভাষা বা সান্ধ্য ভাষা বলা হয়।

The origin and development of the Bengali language :-সুনীতি কুমার চট্টোপাধ্যায়।

সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের এর বইটি প্রকাশের পর বেশ জনপ্রিয়তা লাভ করে।এই গ্রন্থে তিনি ধ্বনিতত্ত্ব ব্যাকরণ  ও ছন্দ বিচার করে সিদ্ধান্ত গ্রহণ করেন যে,পদসংকনটি আদি বাংলা ভাষায় রচিত। আধুনিক ছন্দের বিচারে চর্যাপদের ছন্দকে মাত্রাবৃত্ত ছন্দ বলা হয়।

Buddhist Mystic Songs:-ডা.মুহাম্মদ শহীদুল্লাহ্।

ডা. মুহাম্মদ শহিদুল্লাহর মতে চর্যাপদের ভাষা বঙ্গ-কামরুপী।সেকালের বাংলা, উড়িয়া বা অসমিয়া ভাষার পার্থক্য ছিল খুব কম।তাই এই ভাষাগুলোকে বাংলার সহোদর ভাষাগোষ্ঠী বলা হয়।
মুনি দত্ত চর্যাপদের পদগুলোকে টীকার মাধ্যমে ব্যাখয়া করেন।

চর্যাপদের পদসংখ্যা কয়টি?

চর্যাপদের পদ সংখ্যা নিয়ে মতভেদ আছে।কয়েক পাতা নষ্ট হয়ে যাওয়া সর্বমোট সাড়ে ৪৬ টি পদ পাওয়া যাই।

কত নাম্বার পদ টি খন্ডি আকারে পাওয়া যাই?

২৩ নাম্বার পদটি খন্ডিত আকারে পাওয়া যাই।

চর্যাপদের কোন পদ গুলো পাওয়া যাই নি?

জানা যাই যে উক্ত পদ গুলো থেকে২৪,২৫ ও ৪৮ নং পদগুলো পাওয়া যায়নি।



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url