What is VAT(Value Added tax) Bangla

মূল্য সংযোজন কর কাকে বলে?(what is vat)


Vat এর পূর্ণরুপ-value added tax বা মূল্য সংযোজন কর।কোন উৎপাদনকারী কাচামাল ক্রয় করে সেটি ব্যবহার উপযোগী করতে যে অতিরিক্ত মূল্য যোগ করে তাকে মূল্য সংযোজন বলে।

আর এ মূল্য সংযোজনের উপর যে কর ধার্য্য করা হয়,তাকে মূল্য সংযোজন কর বলে।

কর দেওয়া জনগণের কর্তব্য এবং পালনীয় একটি অতি গুরুত্বপূর্ণ কাজ।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url