ফোনে থাকা এপস লুকিয়ে রাখার সহজ পদ্ধতি
আসসালামু আলাইকুম ট্রিকবিডিফ্রি.কম এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন, আজকে আমি আপনাদের সাথে আলোচনা করবো যে কিভাবে আপনি আপনার ফোনের এপস লুকিয়ে রাখবেন এবং ব্যাবহার করবেম। Itel S23 ফোন দিয়ে দেখাবো তবে আশাকরি প্রায় সকল ফোনের এই ফিচারটি থাকে।
App Freezer করে App লুকিয়ে রাখার নিয়ম?
আমার জানা মতে বর্তমান আবডেটেড সকল ফোনের এপ ফ্রিজার ফিচার রয়েছে, আপনি আপনার ফোনের হোম স্কিনের মধ্যেই এটি পাবেন,এটি চাইলেই সহজেই ডিলিট করতে পারবেন না,কারন এটি ফোনের ডিফল্ট এপস।প্রথমে আপনি আপনার ফোনের লক খুলে হোম স্কিনে যান এরপর, স্কিনসর্ট অনুয়ায়ী এদিক ওদিক টান দিয়ে খুজতে থাকুন।
তারপর আপনি ফ্রিজার ফিচারটি খুজে পাবেন যদি আপনার ফোনে এটি থাকে।
তারপর স্কিনসর্ট অনুযায়ী ক্লিক করুন।এপস হাইড করার জন্য বা লুকানোর জন্য Add লেখাতে ক্লিক করুন
তারপর আপনি কোন কোন এপস হাইড Freezer করবেন সেটা টিক দিন ওকে করুন।
তারপর দেখুন Google Analytics এপস রিমুভ হয়ে গেছে।
এই ফিচারটি আপনাকে কিছুটা নিরাপত্তা দিবে, সাধারণ কেউ খুজে পাবে না, তবে অনেক ট্যালেন্টড মানুষ আছে যারা এই সম্পর্ক আগে থেকেই জানে, তাই এপসে লক মেরে রাখা উঠিত যদি আপনার গোপন বা পার্সোনাল কিছু থাকে।
পরবর্তী পোস্টের মাধ্যমে দেখাবো কিভাবে এপস লক করে রাখবেন সহজ পদ্ধতিতে।
Freezer থেকে এপস ব্যবহার
Freezer থেকে এপস ব্যবহার করতে এপে ক্লিক করে এপটি ব্যবহার করতে পারবেন তবে ব্যাকগাউন্ডে ব্যবহার করতে পারবেন না অটো ক্লিয়ার বা রিলোড হয়ে যাবে, এক কথায় app freezer ভিতর থেকেই চালাইতে হবে মিনিমাইজ হবে না বা মাঝখানে রেখে দিয়ে অন্য টা ব্যবহার করতে গেলে আগের টা ক্লিয়ার হয়ে যাবে।
আজকের পোস্ট টি এই পর্যন্ত।আপনার যদি কোনো বিষয় জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।পোস্টে কোথাও ভুল ক্রুটি হলে ক্ষমা করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ।