ফোনে থাকা এপস লুকিয়ে রাখার সহজ পদ্ধতি

ফোনে থাকা এপস লুকিয়ে রাখার সহজ পদ্ধতি।  ফ্রিজার করে রাখুন এপস। Freezer Application, App Freezer, Hide Apps, Lock App,

আসসালামু আলাইকুম ট্রিকবিডিফ্রি.কম এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন, আজকে আমি আপনাদের সাথে আলোচনা করবো যে কিভাবে আপনি আপনার ফোনের এপস লুকিয়ে রাখবেন এবং ব্যাবহার করবেম। Itel S23 ফোন দিয়ে দেখাবো তবে আশাকরি প্রায় সকল ফোনের এই ফিচারটি থাকে।


App Freezer করে App লুকিয়ে রাখার নিয়ম?

আমার জানা মতে বর্তমান আবডেটেড সকল ফোনের এপ ফ্রিজার ফিচার রয়েছে, আপনি আপনার ফোনের হোম স্কিনের মধ্যেই এটি পাবেন,এটি চাইলেই সহজেই ডিলিট করতে পারবেন না,কারন এটি ফোনের ডিফল্ট এপস।প্রথমে আপনি আপনার ফোনের লক খুলে হোম স্কিনে যান এরপর, স্কিনসর্ট অনুয়ায়ী এদিক ওদিক টান দিয়ে খুজতে থাকুন।

App Freezer করে App লুকিয়ে রাখার নিয়ম?

তারপর আপনি ফ্রিজার ফিচারটি খুজে পাবেন যদি আপনার ফোনে এটি থাকে।

App Freezer করে App লুকিয়ে রাখার নিয়ম?

তারপর স্কিনসর্ট অনুযায়ী ক্লিক করুন।এপস হাইড করার জন্য বা লুকানোর জন্য Add লেখাতে ক্লিক করুন

App Freezer করে App লুকিয়ে রাখার নিয়ম?

তারপর আপনি কোন কোন এপস হাইড Freezer করবেন সেটা টিক দিন ওকে করুন।

ফোনে থাকা এপস লুকিয়ে রাখার সহজ পদ্ধতি।  ফ্রিজার করে রাখুন এপস। Freezer Application, App Freezer, Hide Apps, Lock App,
তারপর দেখুন এড হয়ে গেছে, লুকানোর জন্য সিলেক্ট করা এপস এখানে এড হয়ে গেছে।
ফোনে থাকা এপস লুকিয়ে রাখার সহজ পদ্ধতি।  ফ্রিজার করে রাখুন এপস। Freezer Application, App Freezer, Hide Apps, Lock App,
এবার দেখাবো কিভাবে আনহাইড/আনফ্রিজার করবেন।UnFreezer করতে যেটা করতে সেটা চেপে ধরে রাখতে হবে তারপর পপ আপ সো হবে এটি লুকানো থেকে রিমুভ করবেন কিনা Cancel অথবা Ok লেখা থাকবে Ok তে ক্লিল করলে কাজ Unfreezer হয়ে যাবে।
ফোনে থাকা এপস লুকিয়ে রাখার সহজ পদ্ধতি।  ফ্রিজার করে রাখুন এপস। Freezer Application, App Freezer, Hide Apps, Lock App,

তারপর দেখুন  Google Analytics এপস রিমুভ হয়ে গেছে।

ফোনে থাকা এপস লুকিয়ে রাখার সহজ পদ্ধতি।  ফ্রিজার করে রাখুন এপস। Freezer Application, App Freezer, Hide Apps, Lock App,

এই ফিচারটি আপনাকে কিছুটা নিরাপত্তা দিবে, সাধারণ কেউ খুজে পাবে না, তবে অনেক ট্যালেন্টড মানুষ আছে যারা এই সম্পর্ক আগে থেকেই জানে, তাই এপসে লক মেরে রাখা উঠিত যদি আপনার গোপন বা পার্সোনাল কিছু থাকে।

পরবর্তী পোস্টের মাধ্যমে দেখাবো কিভাবে এপস লক করে রাখবেন সহজ পদ্ধতিতে।

Freezer থেকে এপস ব্যবহার 

Freezer থেকে এপস ব্যবহার করতে এপে ক্লিক করে এপটি ব্যবহার করতে পারবেন তবে ব্যাকগাউন্ডে ব্যবহার করতে পারবেন না অটো ক্লিয়ার বা রিলোড হয়ে যাবে, এক কথায় app freezer ভিতর থেকেই চালাইতে হবে মিনিমাইজ হবে না বা মাঝখানে রেখে দিয়ে অন্য টা ব্যবহার করতে গেলে আগের টা ক্লিয়ার হয়ে যাবে।

আজকের পোস্ট টি এই পর্যন্ত।আপনার যদি কোনো বিষয় জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।পোস্টে কোথাও ভুল ক্রুটি হলে ক্ষমা করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ।


Previous Post
No Comment
Add Comment
comment url