পল্লী বিদ্যুৎ বিল বিকাশে দেওয়ার নিয়ম ২০২৫
আসসালামু আলাইকুম ট্রিকবিডিফ্রি.কম এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন, আজকে আমি আপনাদের সাথে আলোচনা করবো যে কিভাবে আপনারা পল্লী বিদ্যুৎের বিল বা কারেন্ট বিল বিকাশের মাধ্যমে কিভাবে দিবেন।পোস্ট পেইড গ্রাহকের জন্য।
প্রিপেইড গ্রাহক কি?
প্রিপেইড গ্রাহক হলো যাদের কারিন্টের মিটার ডিজিটাল পদ্ধতিতে মিটারে টাকা পুরা লাগে, মিটারে টাকা ফুরিয়ে গেলে কারেন্ট বন্ধ হয়ে যাবে, যাদের বাড়িতে এমন মিটার রয়েছে তারা হলো প্রিপেইড গ্রাহক।
পোষ্টপেইড গ্রাহক কি?
যাদের মিটার ডিজিটাল ভাবে টাকা লোড করা লাগে না, পল্লী বিদ্যুৎ এর কর্মীরা বিল কত ইউনিট উঠেছে তা মাস শেষে লিখে নিয়ে যায়, এবং গ্রাহক বিলের চিঠি পাওয়ার পর পরিশোধ করে, এমন মিটার যাদের তাদের বলে পোস্টপেইড গ্রাহক।
পল্লী বিদ্যুৎ বিল বিকাশে দেওয়ার নিয়ম ২০২৫
প্রথমেই চলে যান বিকাশ এপসে তারপর নিচের দেওয়া স্কিনসর্ট গুলো ফলো করুন।
তারপর স্কিনসর্ট দেখুন পে বিল এ ক্লিক করুন।
তারপর পল্লী বিদ্যুৎ পোস্টপেইড এ ক্লিক করুন
তারপর কোন মাসের বিল দিবেন সেটা দিন তারপর আপনার কারেন্ট বিলের কাগজ থেকে গ্রাহক হিসাব নাম্বার টি দিন তারপর
তারপর আপনার কত টাকা বিল সেটা দেখাবে কারেন্ট এর বিলের কাগজের সাথে দেখবেন একই বিল আসছে কিনা যদি একই বিল আশে তাহলে মনে করবে একাউন্ট নাম্বার ঠিক আছে বা সবকিছু ঠিক আছে।
তারপর আপনারা দেখবেন বিল পরিশোধ
ফোনে এসএমএস আসবে বিল পরিশোধ হয়েছে।