Carnival WiFi দিয়ে আনলিমিটেড ফ্রি ইন্টারনেট চালানোর উপায় কার্ড ও টাকা ছাড়া!
Carnival WiFi দিয়ে আনলিমিটেড ফ্রি ইন্টারনেট চালানোর উপায় No Card No Taka
আজকে আপনাদের মাঝে শেয়ার করবো একদম বিনামূল্যে কিভাবে Carnival WiFi কার্নিভাল ওয়াইফাই একদম ফ্রিতে কিভাবে ব্যবহার করবেন।
আমরা অনেকেই রয়েছি যারা মোবাইলে ইন্টারনেট কিনে ব্যবহার করি না, আবার বাড়িতে ওয়াইফাই সংযোগ রয়েছে, সবসময় তো আর বাড়িতে থাকা হয় না অনেক সময় বাইরে যেতে হয় তখন ইন্টারনেট এর প্রয়োজন হলেও টাকার অভাবে এমবি কেনা হয় না। এমন অবস্থায় কিভাবে Carnival Internet ফ্রিতে চালাবেন সেটাই আজকের আলোচনা করবো।
বর্তমানে দেশের উন্নয়নের ফলে দেশের প্রায় সমস্ত এলাকাই ইন্টারনেট বা ওয়াইফাই লাইন রয়েছে।এই ওয়াইফাই আবার অনেক কোম্পানি রয়েছে যেমন তার ভিতর carnival.com.bd অন্যতম।
মনে করি আপনার এলাকাই কার্নিভাল ইন্টারনেট রয়েছে যেগুলো কার্ড সিস্টেম যেমন মোবাইলে টাকার কার্ড এমবি কার্ড মিনিট কার্ড ইত্যাদি ঠিক তেমনি কার্নিভাল ইন্টারনেট কার্ড সিস্টেম রয়েছে এই Carnival WiFi কোনো পাসওয়ার্ড দেওয়া থাকে না কানেন্ট করলে অটোমেটিক কার্ড নাম্বার দেওয়ার পেজে নিয়ে চলে যায়, আবার অনেক সময় ক্লিক করে ঢুকতে হয়।
প্রথমে চলে যান ওয়াইফাই সার্চ করুন এবং ওয়াইফাই কানেন্ট করুন Tap hare to sinn in to Network এ ক্লিক করুন অথবা ফোনের সাটার টান দিলেও এই অবশন টা পেয়ে জাবেন।
এরপর স্কিনসর্টে দেখানে স্থানে ক্লিক করুন
তারপর ভিডিও দেখুন এবং অপেক্ষা করুন তারপর অটোমেটিক নিচের মতো আসবে উত্তর গুলো আপনার মন মতো দিন এখানে ভুল দিলেও সমস্যা নেই।
তারপর সাবমিট করুন
তারপর আপনার নাম্বারে ওটিপি কোড বা পাসওয়ার্ড জাবে সেটা তুলে প্রবেশ করুন।
তারপর Your Password is 574800 আপনার ফোনে যেইটা আসবে সেইটা তুলে প্রবেশ করুন।
তারপর চালান আরামে ফ্রি ইন্টারনেট।
Speed Test করার পর
এই ওয়াফাই কতখন চলবে বা কতদিন ফ্রি চলবে এটার কোনো ঠিক ঠিকানা নেই বা আমার জানা নেই। পোস্টে কোথায় ভুল হলে ক্ষমা করবেন সকল প্রকার টিপস এবং ট্রিক পেতে আমাদের ওয়েবসাইট ট্রিকবিডিফ্রি trickbdfree.com এর সাথেই থাকুন আল্লাহ হাফেজ।
Nice