বিশ্বের শক্তিশালী দেশের তালিকা ২০২৩ Golobal Power point index 2023
আসসালামু আলাইকুম ট্রিকবিডিফ্রি Trickbd free এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।আজকের পোস্ট কোন দেশ কতটা শক্তিশালী বা গ্লোবাল পাওয়ার পয়েন্ট এর তথ্য অনুযায়ী সামরিক শক্তিতে কোন দেশ কত তম ২০২৩ সালের হিসাব অনুযায়ী।
বিশ্বের ১৪৫টি দেশের সামরিক সক্ষমতা নিয়ে তালিকা প্রকাশ করেছে গ্লোবাল ফায়ার পাওয়ার ডটকম। প্রতি বছরই এই তালিকা প্রকাশ করা হয়। তালিকা তৈরি করা হয় সামরিক শক্তিমত্তার সূচকের ভিত্তিতে।
একটি দেশের সশস্ত্র বাহিনীর আকার, অর্থনৈতিক অবস্থা, লজিস্টিক সক্ষমতা ও ভৌগোলিক অবস্থানের মতো ৬০টির বেশি বিষয় বিচার–বিশ্লেষণ করে এই সূচক তৈরি করা হয়। সূচকে যে দেশের স্কোর যত কম থাকে সামরিক সক্ষমতার তালিকায় সেই দেশ তত এগিয়ে থাকে।
![]() |
বিশ্বের শক্তিশালী দেশের তালিকা ২০২৩ |
বিশ্বে সামরিক শক্তির দিক দিয়ে ৪০তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সামরিক শক্তিমত্তার দিক দিয়ে বাংলাদেশের অবস্থান চতুর্থ। বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে ভারত, পাকিস্তান ও মিয়ানমার। বাংলাদেশের পরে রয়েছে শ্রীলঙ্কা, নেপাল ও ভুটান। বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশের ১ নাম্বারে রয়েছে যুক্তরাষ্ট্র ২য় রাশিয়া এবং সর্বশেষ ১৪৫ তম ভুটান
গ্লোবাল ফায়ার পাওয়ার ২০২৩ সালের তালিকা প্রকাশ করেছে গত ৫ জানুয়ারি।নিচে ২০২৩ সালের গ্লোবাল পাওয়ার পয়েন্ট এর তথ্য অনুযায়ী শক্তিশালী দেশের তালিকা দেওয়া হলো
- যুক্তরাষ্ট্র
- রাশিয়া
- চীন
- ভারত
- যুক্তরাজ্য
- দক্ষিণ কোরিয়া
- পাকিস্তান
- জাপান
- ফ্রান্স
- ইতালি
- তুরস্ক
- ব্রাজিল
- ইন্দোনেশিয়া
- ইজিপ্ট
- ইউক্রেন
- অস্ট্রেলিয়া
- ইরান
- ইসরায়েল
- ভিয়েতনাম
- পোল্যান্ড
- স্পেন
- সৌদি আরব
- তাইওয়ান
- থাইল্যান্ড
- জার্মানী
- আলজেরিয়া
- কানাডা
- আর্জেন্টিনা
- সিংগাপুর
- গ্রিস
- মেক্সিকো
- ফিলিপাইন
- সাউথ আফ্রিকা
- উত্তর কোরিয়া
- নরওয়ে
- নাইজেরিয়া
- সুইডেন
- মায়ানমার
- নেদারল্যান্ডস
- বাংলাদেশ
- পর্তুগাল
- মালয়শিয়া
- কলম্বিয়া
- সুইজারল্যান্ড
- ইরাক
- চিলি
- রোমানিয়া
- Czechia
- ইথোপিয়া
- ডেনমার্ক
- ফিনল্যান্ড
- ভেনেজুয়েলা
- পেরু
- হাঙ্গেরি
- অ্যাঙ্গোলা
- আরব আমিরাত
- আজারবাইজান
- সার্বিয়া
- বুলগেরিয়া
- বেলারুশ
- মরক্কো
- উজবেকিস্তান
- কাজাখস্তান
- সিরিয়া
- কাতার
- কিউবা
- স্লোভাকিয়া
- বেলজিয়াম
- ক্রোয়েশিয়া
- ইকুয়েডর
- শ্রীলঙ্কা
- কঙ্গো
- তিউনিসিয়া
- ইয়েমেন
- সুদান
- ওমান
- বলিভিয়া
- কুয়েত
- বাহরিন
- লিবিয়া
- জর্ডান
- তুর্কমেনিস্তান
- উগান্ডা
- অস্ট্রিয়া
- জর্জিয়া
- স্লোভাকিয়া
- কেনিয়া
- প্যারাগুয়ে
- জাম্বিয়া
- আয়ারল্যান্ড
- আলবানিয়া
- হন্ডোরাস
- লিথুয়ানিয়া
- আর্মেনিয়া
- লাটভিয়া
- উরুগুয়ে
- চাঁদ
- জিম্বাবুয়ে
- মঙ্গোলিয়া
100. ক্যামেরুন
140.Suriname
141. Liberia
142. সোমালিয়া
143. মোলডোভা
144. বেনিন
145. ভুটান
পোস্টে কোথাও ভুল ক্রুটি হলে ক্ষমা করবেন। সকল প্রকার টিপস এবং ট্রিক পেতে আমাদের ওয়েবসাইট Trickbd free এর সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।
Leave a Comment