অপরাধ কি?(what is crime?)

অপরাধ বলতে কি বোঝ?

দেশে প্রচলিত আইন অমান্য করা কি অপরাধ বলে।অর্থাৎ সংবিধান অমান্য করা কেও অপরাধ বলে।



অপরাধ একক বা দলগত হতে পারে।মানুষের দ্বারা অপরাধ সংঘটিত হয় এবং মানুষ হবে অবশ্যই বোধশক্তি সম্পন্ন। একজন পাগলের দ্বারা কোন নীতি বিরোধী কাজ হলে সেটাকে আমরা অপরাধ বলতে পারি না কেননা পাগলের কোন বোধশক্তি নেই।

অপরাধ পারিবারিক,সামাজিক ও রাষ্ট্রীয় এমন ও হতে পারে।অপরাধের জন্য শাস্তি নির্ধারণ করা হয় যাতে অপরাধ এর প্রবণতা হ্রাস পায়।মানুষ শাস্তির ভয়ে অপরাধ থেকে পিছুপা হয়।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url