রোমিং কি? International Roming কিভাবে কাজ করে? সকল তথ্য একসাথে!

‎রোমিং কি জাতীয় রোমিং কি আন্তর্জাতিক রোমিং কি রোমিং কত প্রকার রোমিং কিভাবে কাজ করে What is Roming ‎

আসসালামু আলাইকুম TrickBDFree.com এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব Roming বিষয়ে,তো চলুন আলোচনা শুরু করি। 

রোমিং কি? What is Roming?

রোমিং হল এমন একটা সার্ভিস যার মাধ্যমে নিজস্ব নেটওয়ার্কের বাইরে অন্য কোম্পানির নেটওয়ার্কের মাধ্যমে যোগাযোগ স্থাপন করা হয় তাকে রোমিং বলে।


‎যেমন ধরেন আপনি গ্রামীণফোনের নেটওয়ার্ক ব্যবহার করেন কিন্তু সেখানে গ্রামীণফোনের টাওয়ার না থাকার কারণে আপনি কারো সাথে যোগাযোগ করতে পারছেন না এমন অবস্থায় আপনি রবির নেটওয়ার্ক ব্যবহার করে যোগাযোগ করতে পারবেন বা banglalink টেলিটক এয়ারটেল যে কোন কোম্পানির নেটওয়ার্কের মাধ্যমে যোগাযোগ করাই হলো রোমিং।


‎এ ধরনের রোমিং কে বলা হয় ইন্টার্নাল রোমিং বা অভ্যন্তরীণ রোমিং বা জাতীয় রোমিং। যেহেতু এটা আমাদের দেশের মধ্যে সীমাবদ্ধ তাই এটাকে জাতীয় রোমিং বা ইন্টার্নাল রোমিং বলা যেতে পারে।


‎এই সার্ভিস নিতে হলে আপনাকে অবশ্যই রোমিং সার্ভিস চালু করতে হবে ফোনের মোবাইলের ফোনটাতে রোমিং সেটিং চালু করে রাখতে হবে।আমাদের দেশে এ ধরনের রোমিং বিনামূল্যে দিয়ে থাকে কারণ রবি এবং এয়ারটেল একে অপরের নেটওয়ার্ক শেয়ার করে থাকে এভাবে রোমিংয়ের মাধ্যমে।এছাড়া বাংলালিংক এবং অন্যান্য মোবাইল কোম্পানিগুলো একেঅপরের সাথে নেটওয়ার্ক  শেয়ার করবে শীঘ্রই।তবে তারা চাইলে ফ্রি করতে পারে আবার পেইড ভাবেও করতে পারে।


‎ইন্টারন্যাশনাল রোমিং কি? What is International Roming?

‎বিদেশে গিয়ে আপনি যখন নিজস্ব দেশের মোবাইল নেটওয়ার্কের সিম ব্যবহার করে বিভিন্ন দেশে যোগাযোগ করেন তখন এটাকে ইন্টারন্যাশনাল রোমিং বলে বিদেশে আপনাকে রোমিং চালু করতে হলে টাকা খরচ করতে হবে। ধরেন আপনি সৌদি আরবে গেলেন একটি গ্রামীনফোনের সিম, এয়ারটেল বা টেলিটকের সিম সঙ্গে করে নিয়ে গেলেন তখন দেখা গেল যে আপনার ফোনে কোন টাওয়ার পাচ্ছে না সেখানে আমাদের দেশের নিজস্ব কোন টাওয়ার নেই যার কারণে পাচ্ছেন না।আপনি যদি ইন্টারন্যাশনাল রোমিং চালু করেন তাহলে ওই দেশের সিম কোম্পানির নেটওয়ার্ক ব্যবহার করে ওই সিম ব্যবহার করতে পারবেন এক্ষেত্রে আপনাকে ইন্টারন্যাশনাল রোমিং চালু করতে হবে রোমিং চালু করলেই আপনি তখন সৌদি আরবের সিম কোম্পানির নেটওয়ার্ক ব্যাবহার করে সারা বিশ্বে কথা বলতে পারবেন। তবে ইন্টারন্যাশনাল রোমিং-এর খরচ তুলনা মূলকভাবে অনেক বেশি তাই অনেকে বিদেশে গিয়ে কেউ রোমিং চালু না করে সৌদি আরবের সিম কিনে থাকে। তবে আপনি যদি টুরিস্ট ভিসায় যান জান কয়েক দিনের জন্য বা হজের জন্য যান অথবা ওমরা হজের জন্য যান  তাহলে আপনি রোমিং সেবাটা নিতে পারেন কারণ খুব কম খরচে গ্রামীণফোন সিমে হাজীদের জন্য বিশেষ অফার দিচ্ছে সেটা আপনি নিতে পারেন অল্প টাকায় তবে অন্যান্য কোম্পানি কি অফার দিচ্ছে সেটা আমার মনে পড়ছে না।

‎ইন্টারন্যাশনাল রোমিং কিভাবে কাজ করে?

‎আমাদের দেশের মোবাইল কোম্পানীগুলো বিশ্বের সমস্ত দেশের মোবাইল কোম্পানির সাথে চুক্তি করে   এই চুক্তির মাধ্যমে কে কত পারছেন্ট কমিশন পাবে সেটা নির্ধারণ করা হয়

‎ধরেন উদাহরণ হিসেবে  আপনি ১০০০ টাকা দিয়ে একটা রোমিং প্যাকেজ কিনলেন ৭ দিনের জন্য মালয়েশিয়া গিয়ে ব্যবহার করবেন মালয়েশিয়ার  সিম কোম্পানির সাথে আমাদের দেশের সিম কোম্পানিগুলো একটা চুক্তি করল যে ১০০০ টাকার প্যাকেজে আমরা আপনাদেরকে ৫০০ টাকা দিব  এবং আমরা ৫০০ টাকা নিব।বিনিময়ে আমাদের দেশের সিমের নেটওয়ার্ক যেন আপনাদের নেটওয়ার্কে কানেক্ট হয় এবং যোগাযোগ সম্পন্ন হয় রোমিং এর মাধ্যমে।

‎রোমিং কত প্রকার কি কি?

‎Roming সম্পর্কে তো অনেক কিছুই জানলেন এবার জেনে নিন প্রকারভেদসমুহ

‎সাধারনত রোমিং এর প্রকারভেদ

  • ‎ইন্টারনাল রোমিং
  • ‎ইন্টারন্যাশনাল রোমিং

‎প্যাকেজ ভিত্তিক রোমিং এর প্রকারভেদ

  • ‎ডাটা রোমিং/ইন্টারনেট রোমিং
  • ‎ভয়েজ রোমিং
  • ‎এসএমএস রোমিং


‎আপনি চাইলে তিনটা প্যাকেজ একসাথে চালু করতে পারেন অথবা আলাদা আলাদা করে  চালু করতে পারেন, এক্ষেত্রে  দাম কম বেশি হবে।


‎পরবর্তী প্রশ্নের মাধ্যমে আপনাদেরকে জানাবো কোন কোম্পানি কত টাকায় ইন্টারন্যাশনাল রোমিং প্যাকেজ দিয়ে থাকছে এবং কত দিন মেয়াদ বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হবে তাই আজকের মত বিদায় জানাচ্ছি।


‎আপনার যদি কোন কিছু জানার থাকে বা মতামত প্রকাশ করার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন।অথবা কি ধরনের পোস্ট পেতে চান অবশ্যই আমাদের জানাবেন সেই অনুযায়ী পোস্ট করার চেষ্টা  করব ইনশাআল্লাহ। 


‎যদি এই পোস্টে কোথাও লেখা ভুল হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এরকম আরো নিত্যনতুন পোস্ট পেতে অবশ্যই আমাদের ওয়েবসাইটের সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ।



Previous Post
No Comment
Add Comment
comment url