টাইলসের কাজে সিমেন্টের পরিমান
আস সালামু আলাইকুম ট্রিকবিডিফ্রি.কম এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন, আজকে আমি আপনাদের সাথে আলোচনা করবো টাইলসের কাজে কেমন কি সিমেন্ট বালি লাগে বা টাইলসের কাজে সিমেন্টের পরিমান কতটুকু সেটা বিস্তারিত আলোচনা করবো
টাইলসের কাজে সিমেন্ট কতটুকু দিতে হয়?
আমরা অনেকেই জানি রাজমিস্ত্রীদের কাজে ৪ভাগ বালি এক ভাগ সিমেন্ট দিতে হয়।রাজমিস্ত্রি থেকে টাইলস মিস্তিরিদের সিমেন্ট বেশি লাগে। সাধারণত ৩ ভাগ বালি এক ভাগ বালু দিয়ে কাজ করা হয়। তাই টাইলস মিস্তিরির নরম মসলা গুলো খাজার মতো লাগে।
ওয়াল টাইলসের কাজে সিমেন্টের পরিমান
ওয়াল টাইলসের কাজে ৩ভাগ বালি একা ভাগ সিমেন্ট দেওয়া হয়।যখনই নরম কাদার মতো মসলা বানানো হবে তখনি তিন বস্তা বালু এক বস্তা সিমেন্ট দিয়ে মাখিয়ে মসলা তৈরি করতে হবে।আবার বিশেষ ক্ষেত্রে ২ ভাগ বালু ১ ভাগ সিমেন্ট ও দেওয়া হয়।কাজের উপর নির্ভরশীল।
ফ্লোর টাইলসের কাজে সিমেন্টের পরিমান
তবে ফ্লোরের কাজে ৪ভাগ বালি ১ ভাগ সিমেন্ট দিতে হয়।মালিক যদি মনে করে আমি ৫ ভাগ বালি দিবো একভাগ সিমেন্ট দিবো সেটাও দিতে পারে, তবে সরকারি ভাবে নিয়ম হলো ৪ ভাগ বালি এক ভাগ সিমেন্ট। সুধুমাত্র ফ্লোরের কাজে ভুররা দিয়ে কাজ করার ক্ষেত্রে প্রযোজ্য।ভুররার সাথে গেরোটিন বা সিমেন্টের গোলা দিয়ে টাইলস লাগানো হয়।