ইট গাঁথুনিতে হাজারে কত বস্তা সিমেন্ট লাগে?

এক হাজার ইট গাঁথুনিতে সিমেন্ট এর পরিমান

আস সালামু আলাইকুম ট্রিকবিডিফ্রি.কম এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন, আজকে আমি আপনাদের সাথে আলোচনা করবো এক হাজার ইট গাথুনিতে কত ব্যাগ/বস্তা সিমেন্ট লাগে।

এক হাজার ইট গাঁথুনিতে সিমেন্ট এর পরিমান

আমরা সাধারণত গ্রামের কাজে দেখি যে খুব হিসাব করে রাজমিস্ত্রীরা কাজ করে থাকে, কারন গ্রামের মানুষের তেমন কোনো টাকা পয়সা থাকে না, কষ্ট করে একটি বাড়ি ঘর করে (মালিক/গেরস্ত চাই যে তার বাড়িতে সিমেন্ট বালি যেন ঠিকঠাক ভাবে করা হয়, যেন অপচয় করা না হয়। গ্রামের মিস্ত্রি এর মালিক/গেরস্তের সাথে আগে থেকেই আলাপ আলোচনা করা থাকে এত ফিট বালু এত বস্তা সিমেন্ট লাগবে এতো গুলো ইট লাগবে গাঁথুনিতে। 


তবে শহরে সব ধনি এখানে সিমেন্ট এর হিসাব তেমন ধরা হয় না, শহরের কাজে মিস্তিরিরা চেষ্টা করে কাজ ভালো করার জন্য যেনো সিমেন্ট কম না হয় এতে কন্টাকটরা বা মালিকরা চাই কাজ ভালো হোক খরচ কোনো বিষয় না (তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে অতিরিক্ত মসলা বানিয়ে মসলা নষ্ট না করে বা কাজ শেষের সময় হলে ফেলে না দেওয়া হয়) এটি শহর গ্রাম সবক্ষেত্রেই প্রযোজ্য । আর গ্রামে হিসাব করে করা হয় কম খরচ করার জন্য।

গ্রামে/শহরে ১ হাজার ইট লাগাতে সিমেন্ট লাগে কত বস্তা?

  • আমরা জানি যে রাজমিস্ত্রীর কাজে ৪ ভাগ বালু আর এক ভাগ সিমেন্ট দেওয়া হয় আর টাইলস মিস্তিরি তিন ভাগ বালু এক ভাগ সিমেন্ট দিয়ে থাকে।
  • গ্রামের হিসেবে চার বস্তা বালু এক বস্তা সিমেন্টে ইট গাঁথুনি হয় (৪বালু+১সিমেন্ট)=২৫০-২৮০ টি ইট গাঁথুনি করা যায়।
  • বিশেষ ক্ষেত্রে ২০০-২৩০ টি ইট গাঁথুনি।
  • সাধারণত ভাবে টিনসেট ঘরে ২৪০-২৭০ টি
  • সাধারণত বিলডিং কলাম বাদে (১৫-২০ ইন্চি ইটের কলাম) ২০০-২৫০টি
  • আবার অনেক সময় বালু চিকন বা মোটার কারনে ইট গাঁথুনির পরিমান কম বেশি হয়।
  • কলাম ১৫-২০ হলে মসলার পরিমান কম বেশি হয় কতটি কলাম তার উপর ও নির্ভর করে।
  • শহরে বিল্ডিং এ গাথুনি ২০০-২৫০ টি গাথুনি হয়।
  • শহরের হিসাব আলাদা কারন এখানে ইন্জিনিয়ারিংএ ফরমুলাই গাথুনি করা হয়, তারপর ও বলা যায় ২০০-২৫০ টি ইট গাঁথুনি হয় ১ বস্তা সিমেন্টে।


পরিশেষে সকল তথ্য বিশ্লেষণ করে বলা যায় যে ১ হাজার ইট গাঁথুনি তে ৪ বস্তা সিমেন্ট লাগে।

  • তাহলে ১০০০ ইটে ৪ ব্যাগ/বস্তা
  • ১০০০০ ইটে ৪০ ব্যাগ/বস্তা
  • ১০০০০০ ইটে ৪০০ ব্যাগ/বস্তা


তবে মালিক/গেরস্তের পরামর্শে সিমেন্ট এর পরিমান কম বেশি হতে পারে,কোনো বাড়িআলা চাই হাজারে ৪ বস্তা সিমেন্ট না দিয়ে আমি ৫ বস্তা দিবো আমার টাকার সমস্যা নাই,আবার অনেক বাড়ি আলা চাই আমি খরচ কমাবো ৩ বস্তা সিমেন্ট দিয়ে ১ হাজার ইট গাঁথুনি করাবো।সেটা বাড়ি আলার উপর নির্ভর করে, তবে সরকারি ভাবে ইন্জিনিয়ারিং ফরমুলা হলো ৪ ভাগ বালু ১ ভাগ সিমেন্ট দিয়ে কাজ করতে হবে এতো এতে কতগুলো ইট গাঁথুনি হলো দেখার দরকার নাই, তারপর ও কাজ করতে করতে জানা হয়ে যায় যে ১ হাজার ইট গাঁথুনিতে ৪ বস্তা সিমেন্ট লাগে। সাধারণ ভাবে এটিই গ্রাম অঞ্চলের স্ট্যান্ডার মাপ।তবে শহরের কাজে সিমেন্ট একটু বেশিই লাগে স্টান্ডার্ড বলা যায় ৪.৫-৫ বস্তা ১ হাজার ইটে।


তথ্য গুলো নিজের অভিজ্ঞতা থেকে করা হয়েছে।যদি কোথাও ভুল ক্রুটি হলে ক্ষমা করবেন।আর কোন বিষয় জানতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন।আল্লাহ হাফেজ।
Previous Post
No Comment
Add Comment
comment url