মিউটক মাইক্রোফোন কি? এবং কেনো ব্যবহার করবেন? Mute microphone

মিউটক মাইক্রোফোন কি? এবং কেনো ব্যবহার করবেন? Mute microphone

মিউটক মাইক্রোফোন হলো এমন একটি মাইক্রোফোন যার মাধ্যমে অন্য কারো সমস্যা না করেই কথা বলতে এবং রেকর্ড করতে পারবেন।মানে আপনার কথা আশেপাশের লোক শুনতে পারবে না।
মিউটক মাইক্রোফোন কি? এবং কেনো ব্যবহার করবেন? Mute microphone

যেকোনো গেম খেলার সময় নিজের অজান্তেই রেগে নিয়ে বা অন্য কোনো কারন বসত জোরে চিৎকার করেন অনেকে। কেউ আবার জোরে জোরে কথাও বলেন। এ কারণে আশপাশে থাকা ব্যক্তিরা বেশ বিরক্ত বা রাগান্বিত হন। তবে চিন্তার কিছু নেই, মিউটক নামের এই মাইক্রোফোন মুখের সঙ্গে যুক্ত করে যত জোরেই আওয়াজ করেন না কেন, কেউ শুনতে পাবেন না।ব্লু-টুথ প্রযুক্তি সমর্থন করায় মাইক্রোফোনটি দিয়ে ফোনেও কথা বলা যায়। ফলে ফোনের কথা পাশে থাকা অন্য কেউ শুনতে পারে না। শুধু তা-ই নয়, শব্দরোধক হওয়ায় কোলাহলপূর্ণ স্থান থেকেও স্বচ্ছন্দে কথা বলা যায়।ভার্চ্যুয়াল রিয়েলিটি (ভিআর) হেডসেটের সঙ্গেও ব্যবহার করা যায় মাইক্রোফোনটি। ফলে, ভার্চ্যুয়াল দুনিয়ায় যত আওয়াজই করেন না কেন, অন্য কেউ শুনতে পারবে না। মাইক্রোফোনটি তৈরি করেছে শিফটঅল নামের একটি প্রতিষ্ঠান।

সুত্রঃপ্রথম আলো/সিএনএন

তাই আপনারা যারা জোরে জোরে চিল্লায়ে কথা বলেন তারা এই মিউটক মাইক্রোফোন ব্যবহার করবেন তাহলে আপনাদের ভালো হবে।অন্যদের কোনো ডিস্টার্ব হবে না

পোস্টে কোথাও ভুল ক্রুটি হলে ক্ষমা করবেন আল্লাহ হাফেজ। 
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url