Prices,Wages and Employment(মূল্য, মজুরি ও কর্মসংস্থান)

 Idea of prices, wages and employment. 

what is prices? (মূল্য কি?)



মূল্য বলতে প্রধানত বিনিময় মূল্য কে বোঝানো হয় অর্থাৎ একটি দ্রব্যের পরিবর্তে অন্য দ্রব্য কি পরিমান পাওয়া যায় তাকে মূল্য বলে।

what is wages?(মজুরি কি?)



মজুরি হলো শ্রমিকের শ্রমের দাম। কোন শ্রমিকদার শারীরিক ও মানসিক শ্রমের বিনিময়ে উৎপাদনকারী সহায়তা করার বিনিময় কোন নির্দিষ্ট সময়ে যা উপার্জন করে সে অর্থকে মজুরি বলা হয়।

মজুরি কে কয় ভাগে ভাগ করা হয়েছে?

মজুরিকে দুই ভাগে ভাগ করা হয়েছে ঃঃ
১.আর্থিক মজুর ।
২.প্রকৃত মজুরি।

আর্থিক মজুরি কাকে বলে?আর্থিক মজুরি কি?

শ্রমিক তার কাজের বিনিময়ে মালিকের নিকট থেকে যে অর্থ লাভ করে তাকে আর্থিক মজুরি বলা হয়। 

প্রকৃত মজুরি বলতে কি বুঝ?প্রকৃত মজুরি কি?

শ্রমিক তার শ্রমের বিনিময়ে প্রাপ্ত আর্থিক মজুরি দিয়ে যে পরিমাণ দ্রব্য ও সেবা সামগ্রী ক্রয় করতে পারে এবং কর্ম ক্ষেত্র থেকে অন্যান্য যেসব সুবিধা ভোগ করতে পারে তার সমষ্টিকে প্রকৃত মজুরি বলে। 

what is employmen?(কর্মসংস্থান কি?)



প্রচলিত মজুরিতে একজন শ্রমিক কাজ করতে ইচ্ছুক এবং কাজ পায় বা নিয়োজিত থাকে তাকে কর্মসংস্থান বলে। 
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url